সারাদেশ

ডোমারের জোড়াবাড়ীতে যুবদলের লিফলেট বিতরণ

ডোমারের জোড়াবাড়ীতে যুবদলের লিফলেট বিতরণ

ছবি : মুন টাইমস


প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৫, দুপুর ১২:৪১ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, দুপুর ১:২০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে নীলফামারীর ডোমারে লিফলেট বিতরণ করেছে যুবদল।

রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় জোড়াবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে মিরজাগঞ্জ হাটে এ লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ইফতেখাইরুল আলম তিতুমীর, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম পাপ্পু, সদস্য সচিব আশিকুর ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু হোসনাইন সিদ্দিকী তুষার, বাবুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মারুফ সুজন, সাবেক সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম ভুট্টু, যুগ্ম আহ্বায়ক মাহাবুর রহমান, সদস্য সচিব তোজাম্মেল হক, জিয়া সাইবার ফোর্স রংপুর বিভাগীয় শাখার সহ সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান লিখন এবং সাবেক ছাত্রনেতা সবুজ ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী আমরা নীলফামারী জেলার বিভিন্ন উপজেলায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করছি। এই দফাগুলো বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের রুপরেখা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

এসময় তিনি তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।