সারাদেশ

দাঙ্গা ও মাদকমুক্ত সরাইল উপহার দিতে চান ওসি রফিকুল হাসান

দাঙ্গা ও মাদকমুক্ত সরাইল উপহার দিতে চান ওসি রফিকুল হাসান

প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৫, রাত ১০:৩৮ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, রাত ১০:৪১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান দায়িত্ব গ্রহণের পর থেকেই থানাটিকে মডেল থানা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তার চৌকস নেতৃত্বে অপরাধমূলক কার্যক্রমের পরিমাণ অনেকাংশে কমে এসেছে।

ওসি রফিকুল হাসান বলেন, পুলিশই জনতা আর জনতাই পুলিশ। তাই পুলিশের সঙ্গে জনগণের কোনো দূরত্ব থাকা উচিত নয়। আমি চাই সরাইলের মানুষ পুলিশি সেবায় সন্তুষ্টি লাভ করুক।

তার অফিসে সাধারণ মানুষ যেকোনো সমস্যার জন্য বিনা অনুমতিতে প্রবেশ করতে পারেন। তিনি অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের সর্বোচ্চ চেষ্টা করেন।

সরাইল থানায় দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি তার সংগীয় ফোর্সদের নিয়ে দাঙ্গা-হাঙ্গামা, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে নিরলস কাজ করে যাচ্ছেন। সরাইলের গ্রামাঞ্চলে কথায় কথায় যে দাঙ্গা-হাঙ্গামার ঘটনা প্রায়ই ঘটতো, তা অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম হয়েছেন।

তিনি বলেন, আমি চাই আমার থানায় অযথা কোনো মামলা না হয়। মানুষের সমস্যার সমাধান থানার বাইরে থেকেই করতে পারলে সেটাই হবে সাফল্য।

মাদক নিয়ন্ত্রণে তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করব। সরাইলকে মাদকমুক্ত করাই আমার প্রধান লক্ষ্য।

ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি সরাইল থানার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার সততা, নিষ্ঠা ও হাস্যোজ্জ্বল আচরণ সাধারণ মানুষের কাছে তাকে জনপ্রিয় করে তুলেছে।

সরাইলবাসী তার কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন দাগী আসামি ধরতে এবং ডাকাতি প্রতিরোধে অভিযান পরিচালনা করেছেন। 

সরাইলবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি দাঙ্গা ও মাদক মুক্ত করে সরাইলকে একটি মডেল থানা হিসেবে উপহার দিতে চাই।