টাঙ্গাইলের ভূঞাপুরে অসহায়, দুস্থ ও দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. পপি খাতুন।
গত শনিবার (২৫ জানুয়ারি) রাত ৭টা থেকে গভীর রাত পর্যন্ত ছাব্বিশা, গোবিন্দাসী টি মোড় ও ফেরিঘাট এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এর আগে আরও ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে বলে জানা যায়।
কম্বল বিতরণে ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম ও অফিস সহকারী খন্দকার সবুজ।
একজন পিঠা বিক্রেতা বলেন, শীত যায় শীত আসে। আশপাশের অনেকেই সরকারি সাহায্য পায়, কিন্তু আমরা পাই না। শনিবার রাতে হঠাৎ ইউএনও স্যার নিজে এসে শীত নিবারণের জন্য কম্বল দিলেন। এতে আমরা খুবই আনন্দিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন বলেন, গত কয়েকদিন ধরে এ উপজেলায় শীতের প্রকোপ বেড়েছে। গরিব-দুঃখী মানুষ এই শীতে খুবই অসহায়। এসব মানুষের পাশে সবারই দাঁড়ানো উচিত। শনিবার রাতে প্রায় ১০০ জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেছি। এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত