সারাদেশ

গোবিন্দগঞ্জ পৌর হাট বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী গোলাম মোস্তফা

গোবিন্দগঞ্জ পৌর হাট বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী গোলাম মোস্তফা

প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৫, রাত ১০:৩২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর হাট বাজার মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের (রেজিঃ ২৭) আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম জহির উদ্দিন আকন্দের কনিষ্ঠ পুত্র ও বিশিষ্ট মাছ ব্যবসায়ী মো. গোলাম মোস্তফা।

রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ পৌর মৎস্য বাজারে দেখা যায়, ছাতা প্রতীক নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন গোলাম মোস্তফা। সঙ্গে ছিলেন তার নেতাকর্মী ও সমর্থকরা।

সভাপতি প্রার্থী গোলাম মোস্তফা বলেন, আমি গোবিন্দগঞ্জ পৌর মাছ বাজারের একজন ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছি। অতীতে বাজারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ নিয়েছি। আল্লাহ তাআলা আমাকে বিজয়ী করলে সামনে আরও উন্নয়নমূলক কাজ করব। আমি আশা করি, ২৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সকল ভোটার দল-মত নির্বিশেষে ছাতা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।

নির্বাচন পরিচালনা কমিটির তফসিল অনুযায়ী, ২৯ জানুয়ারি (বুধবার) এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল আউয়াল কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।