সারাদেশ

ট্রাকে ধাক্কায় সন্দ্বীপে ১ প্রবাসী নিহত

ট্রাকে ধাক্কায় সন্দ্বীপে ১ প্রবাসী নিহত

প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৫, রাত ১০:২৯ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, রাত ১০:৩০

চট্টগ্রামের সন্দ্বীপে ট্রাকের ধাক্কায় মো. রিপন (২৭) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। 

রবিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটে মাইটভাঙ্গা ইউনিয়নের ফকিরিয়া তেমাথা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. সয়ন জানান, মো. রিপন মোটরসাইকেল চালানোর সময় মাটি বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানোর পরামর্শ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে।

ট্রাকচালকের বিষয়ে জানা গেছে, তিনি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। ট্রাকের মালিক মো. ফসিউল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।