ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) দিনব্যাপী ‘সিরাত কনফারেন্স’ প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) বাড্ডার সাতারকুলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাস প্রাঙ্গণে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ। বিশেষ আলোচক ছিলেন আদ দাওয়াহ ইলাল্লাহর পরিচালক শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ডা. মো. শহীদুল কাদের পাটোয়ারী। আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা, প্রফেসর আব্দুল বাসেতসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রধান আলোচকের বক্তব্যে শায়েখ আহমাদুল্লাহ বলেন, আখলাক বা চরিত্র মানুষের অমূল্য সম্পদ। রাসূল (সা.) এর চরিত্রই তার বড় উদাহরণ। তিনি কখনো রাগের বশে কাউকে ধমক দেননি বা অবিচার করেননি। তার জীবনী থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের চরিত্র উন্নত করতে পারি।
কনফারেন্সের অংশ হিসেবে দুপুরে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আগত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মতামত