সারাদেশ

কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি পুনর্গঠন

কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি পুনর্গঠন

প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৫, রাত ১০:২৫

কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিডি চ্যানেল ফোরের প্রধান সম্পাদক আহমাদ ফরিদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন বণিক বার্তার জেলা প্রতিনিধি এস এম মুশফিকুর রহমান।

শনিবার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় ২৭ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন দৈনিক খবর পত্রিকার জেলা প্রতিনিধি মিনহাজ কোরায়শী ছোটন। সহ-সভাপতি হিসেবে রয়েছেন যায়যায়দিন পত্রিকার মো. আশরাফ আলী ও দৈনিক আজকের সারাদিনের নির্বাহী সম্পাদক জাভেদ ইকবাল।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ পত্রিকার মো. ইমরান হোসেন ও দৈনিক সংগ্রামের আল-আমিন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন রায়হান জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন সঞ্জিত শীল।

অন্য গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে দপ্তর সম্পাদক হয়েছেন আতাউল হাসান দিনার, অর্থ সম্পাদক মাহবুব আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাদেক আহমেদ, ক্রীড়া সম্পাদক মো. রিফাত ইসলাম, মহিলা সম্পাদক মাহফুজা পলক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুবেল, তথ্য ও গবেষণা সম্পাদক মো. রফিকুল ইসলাম আরমান।

আইন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এবি সিদ্দিক, ধর্ম বিষয়ক সম্পাদক সানজিদুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ইমন এবং সমাজসেবা সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন নানক।

সাধারণ সদস্য হিসেবে নির্বাচিতদের মধ্যে রয়েছেন আশরাফুল ইসলাম তুষার, শাহরিয়ার সুলতান প্রিন্স, কাইসার হামিদ, জাহিদুল ইসলাম, মশিউর রহমান, মো. ফেরদৌস, আহমেদ রিফাত সীজান, কাজল এলাহি সজীব প্রমুখ।

পুনর্গঠিত এই কমিটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিকতা রক্ষায় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপস্থিত সদস্যরা।