সারাদেশ

আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫ উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫ উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৫, রাত ১০:১৬

“কাস্টমস সেবার প্রতিশ্রুতি: দক্ষতা ও নিরাপত্তা”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫ উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় ময়মনসিংহ টাউন হলের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী।

সভাপতিত্ব করেন কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট ঢাকা (উত্তর) এর যুগ্ম কমিশনার মোহাম্মদ ছালাউদ্দিন রিপন। স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা সাইদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কর কমিশনের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফজলে আহাদ কায়সার।

আলোচনায় বক্তারা কাস্টমস বিভাগের সেবার মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি কাস্টমস সেবায় সংযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত উন্নয়ন এবং সাধারণ জনগণের সেবাপ্রাপ্তির অভিজ্ঞতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।