ময়মনসিংহ রেঞ্জাধীন জেলার উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শক এবং কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য ১ দিনব্যাপী শৃঙ্খলা ও তদন্ত বিষয়ক বিশেষ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৬ জানুয়ারি) ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, ড. মোঃ আশরাফুর রহমান। তিনি কোর্সের উদ্বোধন করে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এই বিশেষ প্রশিক্ষণ কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। এটি পুলিশ বাহিনীকে আরও সুশৃঙ্খল ও পেশাদার হতে সাহায্য করবে। পাশাপাশি তদন্ত কার্যক্রম পরিচালনায় প্রশিক্ষণের জ্ঞান কার্যকর ভূমিকা পালন করবে। আমি আশা করি, এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন মোঃ আবুল কালাম আযাদ, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি কার্যালয়, ময়মনসিংহ।
এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিদা বেগম, পিপিএম, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), যিনি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত। অনুষ্ঠানে প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মতামত