সারাদেশ

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন তাড়াশের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন তাড়াশের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৫, রাত ৯:০৭ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, রাত ৯:০৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ তাড়াশ (চলনবিল)’ এর ২০২৪-২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় বার্বিকিউ পার্টি ও বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা-২০২৫ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. গোলাম আযম।

নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মোঃ সৈকত হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ হাসিনুর রহমান। এছাড়া সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন রাব্বি হাসান, মোঃ জাহিদ হাসান, সাবানা সাবা ও হুমায়রা মেহজাবিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ এনামুল হক ও আহম্মদ উল্লাহ নোমান।

অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ কাওসার আলী। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওমর ফারুক এবং দপ্তর সম্পাদক হয়েছেন ইয়ানুর আলী। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মনোনীত হয়েছেন মোঃ আব্দুল মোমিন। শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন নিকোলাস আইন্দ। সংস্কৃতি ও সাহিত্য বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন এস এ জীবন।

অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আকিকা রহমান রোজ। প্রশিক্ষণ ও লিঁয়াজো সম্পাদকের দায়িত্বে রয়েছেন উম্মে রুবাইয়া প্রীতি। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ওসমান গনি ও লিমন আহমেদ।

দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর নবনির্বাচিত সভাপতি মোঃ সৈকত হোসেন বলেন, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ তাড়াশ (চলনবিল) আলোকিত তাড়াশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাবে।

সাধারণ সম্পাদক মোঃ হাসিনুর রহমান বলেন, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ তাড়াশ (চলনবিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে কাজ করবে। আমি বিশ্বাস করি, আমরা এক হয়ে কাজ করলে একটি আলোকিত ও সমৃদ্ধ তাড়াশ গড়া সহজ হবে।