সারাদেশ

ঐশী বাংলা সাহিত্য সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

ঐশী বাংলা সাহিত্য সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৫, বিকাল ৩:৪৬

"যে দেশে গুণির কদর নেই, সে দেশে গুনি জন্মায় না"—এ স্লোগানে অনুষ্ঠিত হলো ঐশী বাংলা জাতীয় সাহিত্য সম্মেলন-২০২৫। 

শনিবার বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জাতীয় পত্রিকা দৈনিক ঐশী বাংলা সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়। ভাষার মাস ফেব্রুয়ারীকে সামনে রেখে অনুষ্ঠিত এ সাহিত্য সম্মেলনে লেখক, সাহিত্যিক, কবি, শিল্পী ও বুদ্ধিজীবীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। 

দৈনিক ঐশী বাংলার প্রকাশক ও সম্পাদক সূফী এআর এম মুহিউদ্দিন খান ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী সৈয়দ আব্দুল হাদী। সম্মেলনের উদ্বোধন করেন, কবি ও গবেষক এবং পত্রিকাটির সাহিত্য সম্পাদক ডক্টর এস এম শাহনুর। মুখ্য আলোচক ছিলেন পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম।

বক্তব্য রাখেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, বিএলডিপির চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদ, অল ব্রডকাস্টারস কমিউনিটি-এবিসির সভাপতি চৌধুরী দৌলত মোঃ জাফরী, নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ, প্রগতিশীল সাহিত্য সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক সহ অন্যান্যরা।

ঐশী বাংলা জাতীয় সাহিত্য সম্মেলন-২০২৫ উপলক্ষে প্রবর্তিত 'ঐশী বাংলা সাহিত্য পুরস্কার' পান তিন জন। এতে প্রথম স্থান অধিকার করেন কবি ও বহুমাত্রিক লেখক মোহাম্মদ সাজ্জাদ হোসেন জামাল, দ্বিতীয় হন কবি, উপন্যাসিক ও শিশুতোষ লেখক তাহমিনা আক্তার পাতা এবং তৃতীয় স্থান অধিকার করেন কবি ও সাহিত্যিক সাইদা আজিজ চৌধুরী।