বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রয়াত হোসাইন আহমেদ তফছিরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত স্মরণসভায় বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, দলীয় পরিচয়ে প্রশাসন চালালে তাদের পরিণতি ফ্যাসিস্ট সরকারের আমলাদের মতো হবে।
তিনি আরও বলেন, রাজনীতি করতে চাইলে প্রশাসনের পদ থেকে সরে দাঁড়ান। দলীয় পরিচয়ে প্রশাসন চালানো শহীদের রক্তের প্রতি বেঈমানি। যারা এমন করবেন, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।
নাজমুল হক প্রধান শেখ হাসিনার সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধকে তাদের পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছেন।
৭২-এর সংবিধান বাতিল প্রসঙ্গে তিনি বলেন, যদি কোনো অনুচ্ছেদ গণবিরোধী হয়, তাহলে তা বাদ দেওয়া হোক। কিন্তু পুরো সংবিধান বাতিলের কথা বলা দুরভিসন্ধিমূলক।
স্মরণসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির পর্যবেক্ষক সদস্য রুকুনুজ্জামান রুকন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাঈনুল ইসলাম শামীম।
প্রয়াত হোসাইন আহমেদ তফছিরের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুর রাশেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মো. নাসির, জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়া কারদার নিয়ন এবং সরাইল উপজেলা জাসদের সাধারণ সম্পাদক প্রভাষক জাফর আহমেদ আকসির প্রমুখ।
মতামত