সিরাজগঞ্জ সদর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত শিশু নির্যাতন এবং ইতিবাচক ও জীবনরক্ষাকারী আচরণ বিষয়ে ২ দিনব্যাপী কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহা পরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ আব্দুস ছালাম খান। সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বরমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মোঃ রেজ্জাকুল হায়দার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ। সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ হাবিবুল্লাহ অনুষ্ঠানের পরিচালনা করেন।
এ সময় ফিল্ড সুপারভাইজার মোঃ মহিউদ্দিন আহমেদ খান, মোঃ আনোয়ার হোসেন, শাহিন সরকার, জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তরিকুল ইসলাম, মডেল কেয়ারটেকার আব্দুল মাজিদ এবং আব্দুল লতিফসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলের মাঝে সনদ বিতরণ করেন।
মতামত