সারাদেশ

শেরপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা

শেরপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা

প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৫, রাত ৯:১৪

‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) বালক ও বালিকা এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপভোগ করেন শেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপভোগ করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

খেলা শেষে সম্মানিত জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল প্রদান করেন।