অপরাধ

সাতকানিয়ায় অবৈধ বালু উত্তোলন, সেনাবাহিনীর অভিযানে ১ জন আটক

সাতকানিয়ায় অবৈধ বালু উত্তোলন, সেনাবাহিনীর অভিযানে ১ জন আটক

প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৫, রাত ৯:০২

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় NSI এর দায়িত্বরত কর্মকর্তার তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করেছে। এতে ১ জনকে আটক করা হয়েছে এবং বালু উত্তোলনে ব্যবহৃত ১টি ড্রেজার মেশিন ও ২০০-২৫০ ফুট পাইপ জব্দ করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) গভীর রাতে, NSI কর্মকর্তার তথ্যের ভিত্তিতে সাতকানিয়া সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের মেজর ফারহান নেতৃত্বে ১০-১২ জনের একটি টিম অভিযান চালায়। তারা বাজালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড, ভোরবাজার এলাকার সাঙ্গু নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সময় এই অভিযান পরিচালনা করে। আটককৃত ব্যক্তি হলেন বাজালিয়া ১নং ওয়ার্ডের মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ নজরুল ইসলাম।

এদিকে জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগের দোসররা খননযন্ত্র ব্যবহার করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, মাটি কাটা ও বিক্রি করছিল। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক প্রভাবশালী মহলের যোগসাজশে এসব কাজ চলছে, যার কারণে স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হলেও মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

মেজর ফারহান জানিয়েছেন, NSI কর্মকর্তার উপস্থিতিতে অভিযানে অংশ নেয়া হয়েছে এবং প্রতিটি জায়গায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযান চলমান থাকবে।