সারাদেশ

আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৪৫

সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের পক্ষ থেকে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে ই.বি. রোডস্থ লক্ষী হলের সামনে থেকে এ কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও কাজিপুর-১ আসনের জাতীয় সংসদ পদপ্রার্থী মো. নাজমুল হাসান তালুকদার রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি খ.ম. রকিবুল হাসান রতন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনর রশিদ খান হাসান, ধানবান্ধি ১০ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপি নেতা আবু কায়েস ভূঁইয়া কর্নেল, ফরহাদ সেখ, পৌর বিএনপি নেতা নেওয়াজ উদ্দিন গ্যাদা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, সদস্য সোহেল রানা হামিদ, যুবনেতা সুরুজ জামান, বাবু, এবং অন্যান্য নেতাকর্মীরা।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো একজন মানবিক ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কম্বল বিতরণে স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীত নিবারণের সামগ্রী পৌঁছে দিতে নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রাখেন। অনুষ্ঠানের আয়োজকরা জানান, এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।