সারাদেশ

রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন উপপরিচালক ইব্রাহিম হোসেন

রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন উপপরিচালক ইব্রাহিম হোসেন

প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৪২

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে উপপরিচালক (ডিডি) হিসাবে পদায়ন পেয়েছেন সরকারি আজিজুল হক কলেজের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইব্রাহিম হোসেন।

তার এই পদায়ন নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষককে ঘিরে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। এ আনন্দ যেমন বেদনামিশ্রিত, তেমনি উৎসবমুখর। শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের প্রিয় শিক্ষকের পদোন্নতি উপলক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইব্রাহিম হোসেন তার কর্মজীবনে একজন দক্ষ শিক্ষক হিসেবে পরিচিত। তার শিক্ষাদানের ভিন্নধর্মী পদ্ধতি, বন্ধুসুলভ আচরণ, এবং শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখার কারণে তিনি আজিজুল হক কলেজের ক্যাম্পাসজুড়ে জনপ্রিয়।

ইব্রাহিম হোসেন মার্কেটিং ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে ভূমিকা রেখেছেন। ক্লাবটি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা, খেলাধুলা, ডিবেটিং, এবং উদ্যোক্তা তৈরির কার্যক্রম আয়োজন করে। তার নেতৃত্বে গড়ে ওঠা শিক্ষার্থীরা দেশ-বিদেশে উচ্চশিক্ষা এবং পেশাদার জীবনে সাফল্য অর্জন করছে।

ইব্রাহিম হোসেন বিসিএসে যোগদানের পূর্বে বিভিন্ন বহুজাতিক কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, এবং ব্যাংকে কাজ করেছেন। তার অর্জনের মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অফ নটিংহাম থেকে এমএ ইন এডুকেশন ডিগ্রি এবং স্কটল্যান্ডের ডিউক অব এডিনবার্ড অ্যাওয়ার্ড।

তার নেতৃত্বে মার্কেটিং বিভাগে ভৌত অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছে, যা আগামী কয়েক দশক শিক্ষার্থীদের জন্য সুফল বয়ে আনবে।

ইব্রাহিম হোসেনের গ্রামের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার থুপসারা গ্রামে। তার সহধর্মিণী সাবিনা ইয়াসমিন বর্তমানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে কর্মরত।

নতুন পদে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় ইব্রাহিম হোসেন বলেন, আমি আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব। শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনাই আমার লক্ষ্য।

তার এই পদায়নে রাজশাহী ও রংপুর বিভাগের শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্টরা শিক্ষা মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।