"নিয়মিত হাঁটুন, সুস্থ থাকুন" স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের যমুনা পাড়ের জনপ্রিয় সংগঠন ভোরের পাখির ফিটনেস ক্লাব তাদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৮টায় পুরাতন জেলখানা ঘাট থেকে ক্লাবের প্রতিষ্ঠাতা ও সংগঠনের প্রশিক্ষক মো. তাজ উদ্দিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে সংগঠনের সদস্যরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
২০১৭ সালে বিশিষ্ট সমাজসেবক ও পৌর কাউন্সিলর মো. তাজ উদ্দিন সেখের সার্বিক সহযোগিতায় যমুনা পাড়ে প্রতিষ্ঠিত হয় ভোরের পাখির ফিটনেস ক্লাব। বর্তমানে ক্লাবটি একটি পরিবারে পরিণত হয়েছে, যেখানে সদস্যরা প্রতিদিন সকালে হার্ড পয়েন্ট এলাকায় ব্যায়ামসহ বিভিন্ন স্বাস্থ্যকর কার্যক্রমে অংশ নেন।
সংগঠনের বক্তারা বলেন, ভোরের পাখির ফিটনেস ক্লাব শুধু শারীরিক সুস্থতার জন্য কাজ করে না, এটি একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবেও কাজ করে। পহেলা বৈশাখ, পিঠা উৎসব, বনভোজন, এবং অসহায়দের মাঝে কম্বল বিতরণসহ বিভিন্ন কার্যক্রমে ক্লাবটি অংশগ্রহণ করে।
শোভাযাত্রায় রঙিন জার্সি পরে ক্লাবের সদস্যরা শহরজুড়ে উচ্ছ্বাসিত পরিবেশ তৈরি করেন। আলোচনা সভায় বক্তারা ক্লাবের কার্যক্রম ও লক্ষ্য নিয়ে কথা বলেন এবং শহরের মানুষকে স্বাস্থ্য সচেতন করতে ক্লাবের সদস্য হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্লাবের পৃষ্ঠপোষক হাজী মো. আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজলে খোদা লিটন, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম আহমেদ, নিশ্চিন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. স্বপন হোসেন, এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নরেশ ভৌমিক।
বক্তারা ক্লাবের কার্যক্রমকে আরও প্রসারিত করার আশা ব্যক্ত করেন এবং “নিয়মিত হাঁটুন, সুস্থ থাকুন” এই বার্তাটি সবাইকে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান।
ভোরের পাখির ফিটনেস ক্লাব শহরের প্রতিটি মানুষকে স্বাস্থ্য সচেতন করতে আরও নানামুখী উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করছে।
ক্লাবের প্রতিষ্ঠাতা মো. তাজ উদ্দিন বলেন, সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত হাঁটা এবং ব্যায়াম অত্যন্ত জরুরি। আমরা চাই, ভোরের পাখির ফিটনেস ক্লাবের মাধ্যমে সিরাজগঞ্জের মানুষ একটি সুস্থ ও সচেতন জীবনযাপন শুরু করুক।
মতামত