সারাদেশ

কুড়িগ্রামের রাজারহা‌টে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুড়িগ্রামের রাজারহা‌টে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:১৩

ক‌ু‌ড়িগ্রা‌মের রাজারহা‌টে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি আরোহীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে রাজারহাট-তিস্তা সড়কের মণ্ডলের বাজার নামক এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহতের নাম মহির উদ্দিন (৭০)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার শুলকুর বাজার গ্রামের মৃত আব্দুল কাদের এর ছেলে।

পু‌লিশ ও এলাকাবাসী জানায়,শুক্রবার রাতে সাড়ে ৮ টার দিকে মহির উদ্দিন রাজারহাট-তিস্তা সড়ক দিয়ে রংপুরের উদ্দে‌শে যাচ্ছিল। পথিমধ্যে মণ্ড‌লের বাজার নামক স্থানে তিস্তাগামী একটি দ্রুতগ‌তির ট্রাক তা‌দের সিএনজি ধাক্কা দি‌য়ে পা‌লি‌য়ে যায়। এ সময় সিএনজি যাত্রী মহির উদ্দিন (৭০) গুরত্বর আহত হন। প‌রে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ‌নি‌য়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য  রংপুর হাসপাতালে পাঠায়।

রাজারহাট থানার ও‌সি আশরাফুল ইসলাম কালবেলাকে ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান,এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। এ বিষ‌য়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।