ছবি : তাড়াশ উপজেলা ভূমি অফিস
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ভূমি অফিসে দেশের প্রথম ভূমি জাদুঘর “ভূমি জাদুঘর/Land Museum” স্থাপন করা হয়েছে।
ব্যতিক্রমী এ উদ্যোগের মূল লক্ষ্য সেবা প্রত্যাশী ও দর্শনার্থীদের ভূমি সংক্রান্ত ইতিহাস এবং আধুনিক ভূমি ব্যবস্থাপনার বিষয়ে সচেতন করা।
তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসানের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমার সার্বিক সহযোগিতায় এ জাদুঘরটি বাস্তবায়িত হয়েছে।
জাদুঘরটির উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার ফারুক আহম্মেদসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
তাড়াশ ভূমি অফিসের কাজে ব্যবহৃত পুরোনো টাইপরাইটার, সিন্দুক, জমিদারী আমলের দলিলপত্র এবং ভূমি পরিমাপের ঐতিহ্যবাহী যন্ত্রপাতি যেমন গান্টার চেইন, একর কম্ব, মেটাল স্কেল ইত্যাদি এখানে সংরক্ষিত রয়েছে। এছাড়া প্রাগৈতিহাসিক থেকে আধুনিক সময় পর্যন্ত ভূমি ব্যবস্থাপনার ক্রমবিকাশের বিবরণ এবং তাড়াশের ইউনিয়নভিত্তিক মৌজার মানচিত্রও স্থান পেয়েছে।
জাদুঘরের একটি কর্নারে মুসলিম উত্তরাধিকার নির্ণয়ের পদ্ধতি, হিন্দু দায়ভাগ নির্ণয়ের পদ্ধতি, নামজারী প্রক্রিয়া, এবং ভূমি উন্নয়ন কর প্রদানের প্রক্রিয়া প্রদর্শন করা হয়েছে। ধর্মগ্রন্থে ভূমি সম্পর্কিত বিভিন্ন নির্দেশনা এবং সিএস-আরএস নকশার পাশাপাশি ভূমি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ও দলিল সংগ্রহের কাজ চলমান রয়েছে।
তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসান বলেন, ভূমি জাদুঘর একটি ক্ষুদ্র পরিকল্পনা ছিল, যা বাস্তবায়ন করতে পেরে আমি আনন্দিত। আশা করছি, সেবা প্রত্যাশীরা সেবা নেওয়ার পাশাপাশি এ জাদুঘর ঘুরে দেখবেন এবং ভূমি সংক্রান্ত জ্ঞান অর্জন করবেন। আমার এ উদ্যোগটি সার্থকতা পাবে।
জাদুঘরটিতে ভূমি বিষয়ক বইয়ের একটি কর্নার রাখা হয়েছে, যা গবেষক এবং সাধারণ দর্শনার্থীদের জ্ঞানার্জনে সহায়তা করবে।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে স্থানীয়দের ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়াবে এবং ঐতিহাসিক জ্ঞানের ক্ষেত্রে ভূমিকা রাখবে।
মতামত