ছবি : মেট্রোরেল
যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। শনিবার দুপুর থেকে চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। এ কারণে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
জানা গেছে, দুপুর ১টা ১৫ মিনিটে শেষ ট্রেনটি উত্তরা সেন্টার স্টেশন থেকে মতিঝিল যাওয়ার উদ্দেশে রওনা করার পর থেকেই সমস্যা শুরু হয়। পরের ট্রেনটি ছিল ১টা ২৫ মিনিটে। কিন্তু সেটি ১টা ৩২ মিনিটেও আসেনি। যাত্রীদের নামিয়ে ট্রেন খালি করে সমস্যা সমাধানের চেষ্টা করছে মেট্রো কর্তৃপক্ষ।
মতামত