ছবি : মুন টাইমস
নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নামে আয়োজিত ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ডোমারের বামুনিয়া ইউনিয়নের লালবাজারে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বামুনিয়া ইউনিয়নের বারবিশা জামাল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শহরিন ইসলাম চৌধুরী তুহিন।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রিমন ইসলামের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল বারী বুলবুল, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সমুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক স্বপন ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব আল আকাশ, বোড়াগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ ইসলাম জুয়েল, ডোমার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সলেমান ইসলাম বাপ্পী এবং জোড়াবাড়ী ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম।
ফাইনাল খেলায় অংশ নেয় টেংগরমারি ভলিবল একাডেমি, নীলফামারী এবং মিলগেট ভলিবল একাডেমি, পঞ্চগড়। পাঁচ সেটের উত্তেজনাপূর্ণ খেলায় টানা তিন সেটে জয়ী হয়ে টেংগরমারি ভলিবল একাডেমি চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান করা হয়। সেরা খেলোয়াড়, ম্যাচ পরিচালকেরা এবং উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সাবেক সংসদ সদস্য তুহিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই টুর্নামেন্ট প্রতিবছর আয়োজন করা হবে। এর মাধ্যমে স্থানীয় যুবসমাজ খেলাধুলায় অনুপ্রাণিত হবে।
মতামত