আমরা একটা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ চাই, যেখানে মানুষ শান্তিতে বসবাস করবে, আদালতে ন্যায়বিচার পাবে, অফিসে ঘুষ ছাড়াই কাজ হবে, আর কৃষক ফসল ফলিয়ে লাভবান হবে।
শুক্রবার সন্ধ্যায় রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ ডিগ্রী কলেজ মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা আমীর মো. আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ডা. শফিকুর রহমান আরও বলেন, এই দেশে আল্লাহর আইনের শাসন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত শান্তি আসবে না। প্রতিটি কর্মীর উচিত মানুষের কাছে গিয়ে কোরআনের দাওয়াত পৌঁছানো।
তিনি রংপুরের ধর্মপ্রাণ মানুষদের সাহসী উল্লেখ করে বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে রংপুরের মানুষ সবসময় বুক উঁচু করে দাঁড়িয়েছে।
তিনি শহীদ আবু সাঈদকে স্মরণ করে বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ পুলিশের সামনে বুক উঁচু করে দাঁড়িয়ে ছিলেন। তাদের গুলিতে তিনি শহীদ হন।
আওয়ামী শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, গত দেড় দশকে গুম, খুন ও সীমাহীন দুর্নীতির মাধ্যমে তারা দেশে অরাজকতা সৃষ্টি করেছে। আলেম-ওলামাদের টার্গেট করে মিথ্যা মামলায় ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করেছে। এখন সময় এসেছে প্রতিটি হত্যার সঠিক বিচার নিশ্চিত করার।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর অঞ্চলের পরিচালক ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কার্যপরিষদের সহকারী ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এ.টি.এম আযম খান, রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, ছাত্র শিবিরের জেলা সভাপতি ফিরোজ মাহমুদ, কাউনিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি বাবর আলী, পীরগাছা উপজেলা জামায়াতের আমীর বজলুর রশিদ মুকুল, এবং রংপুর জেলা শাখার মিডিয়া সেক্রেটারি অধ্যাপক আব্দুল গণি।
এছাড়া জেলা মানবসম্পদ বিষয়ক সেক্রেটারি মোত্তালেব হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের আবুল হাসান বাদলসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
মতামত