সারাদেশ

মাস্টার কামাল উদ্দিন মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪-এর ফলাফল প্রকাশিত

মাস্টার কামাল উদ্দিন মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪-এর ফলাফল প্রকাশিত

প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৫, রাত ১১:১৩

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাস্টার কামাল উদ্দিনের স্মরণে আয়োজিত মাস্টার কামাল উদ্দিন মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪-এর ফলাফল শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টায় মাস্টার কামাল স্মৃতি সংসদের (মাকসৃ) কার্যালয়ে প্রকাশিত হয়েছে।

ফলাফল ঘোষণা করেন পরীক্ষার নিয়ন্ত্রক মাস্টার হুমায়ুন কবির ও পরীক্ষা ব্যবস্থাপনা কমিটির সচিব মনিরুল ইসলাম। এ বছর পরীক্ষা অনুষ্ঠিত হয় ১,৭২২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে।

ফলাফলের সংক্ষেপ অনুযায়ী ৪র্থ শ্রেণিতে ট্যালেন্টপুলে ২১ জন এবং সাধারণ গ্রেডে ৫৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এবতেদায়ী পর্যায়ে ট্যালেন্টপুলে ৪ জন এবং সাধারণ গ্রেডে ১৮ জন বৃত্তি পেয়েছে। ৭ম শ্রেণিতে ট্যালেন্টপুলে ১৩ জন এবং সাধারণ গ্রেডে ৬৪ জন এবং ৯ম শ্রেণিতে ট্যালেন্টপুলে ৪ জন ও সাধারণ গ্রেডে ৩৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন মাকসৃ-এর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ছোলাইমান চৌধুরী, সদস্য মাস্টার রতন মানিক বসু, সাবেক সভাপতি এস এম বাসার উদ্দিন, সহ-সভাপতি মাস্টার শফিউল আজম, সদস্য কামরুল হাসান, মাস্টার আব্দুর রহমান রিপন, শফিকুল আলম, মাস্টার জয়নাল আবেদিন, মাস্টার হাবিবুর রহমান, মাস্টার ছানা উল্ল্যা, কামরুল হাসান নান্টু, কবির উদ্দিন, আশ্রাফুল মাওলা সাকিল, সাহেদ সারওয়ার রাসেল, মাশরুর কামিল তকি সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

ফলাফল ঘোষণার সময় বক্তারা বলেন, মাস্টার কামাল উদ্দিন মেধা বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে অনন্য ভূমিকা পালন করছে। এই কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।