অপরাধ

সাতকানিয়ায় ব্রিকফিল্ডে মোবাইল কোর্টের অভিযান: তিন লাখ টাকা জরিমানা

সাতকানিয়ায় ব্রিকফিল্ডে মোবাইল কোর্টের অভিযান: তিন লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৫, রাত ১১:০৭ আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, রাত ১১:০৯

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

শুক্রবার (২৪ জানুয়ারি) কেরানিহাটে অবস্থিত NBM 4 ব্রিক ফিল্ডে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে দেখা যায়, ব্রিক ফিল্ডটি কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগে অভিযুক্ত। অভিযোগ প্রমাণিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় NBM 4 ব্রিক ফিল্ডের ম্যানেজার মোঃ শাহজাহানকে তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারী, আনসার সদস্য, এবং সাতকানিয়া থানার পুলিশ।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ফারিস্তা করিম জানান, কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

স্থানীয়রা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং কৃষিজমি রক্ষায় আরও তৎপরতার আহ্বান জানিয়েছেন।