জামালপুরের ইসলামপুর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় আয়োজিত এই মানবিক কার্যক্রমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা শিবিরের সেক্রেটারি আসাদুল ইসলাম। সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন থানা শাখার সেক্রেটারি আহসানুল বারী আম্মার, ছাত্রকল্যাণ সম্পাদক রহমতুল্লাহ, সাহিত্য সম্পাদক সাদ মোহাম্মদ কুদরতুল্লাহ, পৌরসভা শাখার সভাপতি শিব্বির বিন জিয়া এবং সেক্রেটারি মো. সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আসাদুল ইসলাম বলেন, ছাত্রশিবির সবসময় মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে। আজকের এই উদ্যোগ তারই একটি উদাহরণ। আমরা ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখব।
সভাপতি আরিফুল ইসলাম বলেন, মেধাবী শিক্ষার্থীদের সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের সহায়তা করে আমরা দেশের ভবিষ্যত গড়তে ভূমিকা রাখছি।
এই কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কৃতজ্ঞতার আবহ লক্ষ্য করা গেছে। ছাত্রশিবিরের এ মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।
মতামত