সারাদেশ

নওগাঁর সাপাহারে আগুনে পুড়ে মজিবরের ১০ লাখ টাকার ক্ষতি

নওগাঁর সাপাহারে আগুনে পুড়ে মজিবরের ১০ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৫, রাত ১০:৪৩

নওগাঁর সাপাহার উপজেলার আশড়ন্দ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মজিবর রহমান নামে এক ব্যবসায়ীর মুদিখানা দোকান এবং দুটি গুদামঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

শুক্রবার (২৪ জানুয়ারি) জুমার নামাজের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নামাজের সময় বাজারের বেশিরভাগ দোকানদার তাদের দোকান বন্ধ রেখে মসজিদে যান। নামাজ শেষ হওয়ার আগমুহূর্তে বাজারে আগুনের চিৎকার শোনা যায়। মসজিদের মাইক থেকে আগুন লাগার ঘোষণা দেওয়া হলে মুসুল্লিরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে সাপাহার ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের প্রচেষ্টায় আগুন অন্য কোনো দোকানে ছড়িয়ে পড়েনি। তবে মজিবর রহমানের দোকানের সব মালামাল এবং দুটি গুদামঘর পুড়ে যাওয়ায় তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মজিবর রহমান বলেন, আমার দোকানের সবকিছুই পুড়ে গেছে। গুদামঘরসহ দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

সাপাহার ফায়ার সার্ভিসের ইউনিট লিডার কামনুজ্জামান বলেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় অন্য দোকানগুলো রক্ষা পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করেছেন।