সারাদেশ

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে পুলিশের তৎপরতায় জননিরাপত্তা নিশ্চিত

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে পুলিশের তৎপরতায় জননিরাপত্তা নিশ্চিত

প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৫, রাত ১০:৩২

আওয়ামী লীগ সরকারের পতনের পর কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে চুরি ও ছিনতাইয়ের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিশেষত, রাতে গরু ছিনতাই এবং মোবাইলসহ নানা ধরনের চুরির ঘটনা প্রায়শই ঘটেছে। এ পরিস্থিতি মোকাবেলায় কুমারখালী থানা পুলিশ তৎপর হয়ে মাঠে নেমেছে।

ইতোমধ্যে জননিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কসহ কুমারখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এলাকাবাসী জানায়, পুলিশি উপস্থিতির ফলে চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ অনেকাংশেই কমে এসেছে।

স্থানীয়রা জানান, সরকার পতনের পর সারাদেশের মতো কুমারখালীতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়। এ সময় অপরাধ প্রবণতা বৃদ্ধি পেলেও পুলিশের তৎপরতা ছিল কম। তবে সম্প্রতি কুমারখালী থানা পুলিশ টহল বাড়ানোর ফলে এলাকাবাসী স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছেন এবং থানায় প্রয়োজনীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছেন।

রাতে টহলরত এএসআই আব্দুল আজিজ বলেন, আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করছি। আমাদের টহলের কারণে অপরাধীরা তৎপর হতে পারছে না।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান শেখ বলেন, ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছিল। তবে আমরা রাতের টহলসহ বিশেষ পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি স্বাভাবিক করেছি। আটটি দল রাতের টহলে দায়িত্ব পালন করছে। জনগণের আস্থা ফেরাতে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, গ্রামে পাহারার ব্যবস্থা ও রাতে বিশেষ টহল চালু করার ফলে অপরাধ নিয়ন্ত্রণে এসেছে। ইতোমধ্যে আমরা বেশ কয়েকজন চোর ও ডাকাত আটক করতে সক্ষম হয়েছি।

এলাকাবাসী পুলিশের এই কার্যক্রমের প্রশংসা করে আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।