বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যা জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করে। তিনি চাঁদাবাজি, দখল বাণিজ্য এবং মামলা বাণিজ্য বন্ধের আহ্বান জানিয়ে বলেন, জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিস্টরা পুনরায় ফিরে আসার সুযোগ পাবে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াত আয়োজিত বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় ঐক্য অটুট রেখে মানবিক বাংলাদেশ গড়তে হবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। সেই ফ্যাসিস্টদের বাংলার মাটিতে আর আশ্রয় হবে না। তাদের আমলে সংঘটিত সকল হত্যার বিচার বাংলার মাটিতে হবে।
ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত গত ৫৩ বছরের প্রতিটি খুন, গুম ও অপকর্মের বিচার দাবি করেন। যারা জমি দখল, উচ্ছেদ, অন্যায় সম্পদ লুণ্ঠন এবং নির্যাতন করেছে, তাদের তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশের আহ্বান জানান।
কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সমাবেশে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ব্যারিস্টার সালেহীন, অধ্যাপক আজিজুর রহমান স্বপন, অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, শাহাজালাল সবুজ এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে জেলার প্রতিটি ইউনিয়ন থেকে কর্মী ও সমর্থকেরা অংশ নেন। আব্দুল হালিম বলেন, সরকারি বাজেট বাস্তবায়নে যেনো কোনো অনিয়ম না হয় এবং জনগণের স্বার্থ সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
মতামত