বিশেষ

অসহায় বৃদ্ধ নারীকে ঘর দিলেন বিএনপি নেতা

অসহায় বৃদ্ধ নারীকে ঘর দিলেন বিএনপি নেতা

প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৫, বিকাল ৩:৩৯

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর বড় মাছুয়া গ্রামের ৬৫ বছর বয়সী বিধবা সেতারা বেগমের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে একটি ঘর উপহার দিয়েছেন বিএনপি নেতা এ.আর. মামুন খান।

বৃদ্ধ সেতারা বেগম বয়সজনিত বিভিন্ন রোগে আক্রান্ত এবং পরিবারে নেই কোনো উপার্জনক্ষম পুরুষ। দীর্ঘদিন ধরে ঝুপড়ি ঘরে তিন মেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। তার ঘরটি মেরামতের অভাবে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।

সেতারা বেগম বলেন, আমার কোনো ছেলে নেই, তিন মেয়ে নিয়ে দীর্ঘদিন কষ্টে দিন কাটিয়েছি। স্বামী বহু আগেই মারা গেছেন। ভাঙা ঘরে বৃষ্টির দিনে নির্ঘুম রাত কেটেছে। এখন নতুন ঘর পেয়ে শেষ বয়সে শান্তিতে থাকতে পারব।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতারা বেগমের এমন অসহায় অবস্থায় কারো দৃষ্টি না পড়লেও বিএনপি নেতা এ.আর. মামুন খান তারেক রহমানের পক্ষে তাকে একটি ঘর উপহার দিয়েছেন। এতে এলাকাবাসী ভীষণ খুশি।

এ বিষয়ে বিএনপি নেতা এ.আর. মামুন খান বলেন, অসহায় বিধবা নারীর কষ্টের কথা জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। তার জন্য একটি ঘরের ব্যবস্থা করতে পেরে আমি আনন্দিত।