অপরাধ

ঢাকায় এক হাজার পাঁচ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট গ্রেফতার

ঢাকায় এক হাজার পাঁচ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট গ্রেফতার

প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৫, দুপুর ১২:৪৩

ঢাকা জেলার ডিবি (উত্তর) এক বিশেষ অভিযানে এক হাজার পাঁচ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট জুবায়ের হোসেন জুয়েলকে (৪০) গ্রেফতার করেছে।

গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৮টায় সাভারের আলমনগরস্থ সুগন্ধা হাউজিং এলাকায় আতিক সাহেবের বাসার দ্বিতীয় তলা থেকে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই আনোয়ার হোসেনের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত জুবায়ের হোসেন জুয়েল বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা হলেও সাভারের আলমনগরে ভাড়া বাসায় থাকতেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভারত থেকে ফেনসিডিল আমদানি করে ঢাকা এবং আশেপাশের জেলাগুলোতে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুবায়ের স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এই ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি জুবায়েরের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিবি (উত্তর)-এর কর্মকর্তারা।