শিক্ষাঙ্গন

বেরোবিতে ২৪ ঘন্টার জন্য বহিরাগত প্রবেশ নিষেধ

বেরোবিতে ২৪ ঘন্টার জন্য বহিরাগত প্রবেশ নিষেধ

ছবি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর


প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৫, দুপুর ১২:১৭ আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, দুপুর ১২:৫৪

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে এক দিনের জন্য বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে ২৪ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টা থেকে ২৫ জানুয়ারি শনিবার বিকেল ৩টা পর্যন্ত বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে।

এছাড়া, বিজ্ঞপ্তিতে বেরোবির সকল শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশের সময় নিজ নিজ আইডি কার্ড সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।