ছবি : সংগৃহীত
নীলফামারীর ডোমার উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাকিব ইসলাম (১২) নামের এক পঞ্চম শ্রেণির ছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে আন্ধারুর মোড়ের পৌরসভা হাটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রাকিব ইসলাম ডোমার সদর ইউনিয়নের ছোট রাউতা জোড়াপাখুরী এলাকার সাইদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাকিব ঈদগাহ ময়দানে তাফসিরুল কোরআন মাহফিল থেকে সাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিল। পথে ডোমার থেকে জলঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তার সাইকেলের ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম দুর্ঘটনায় রাকিব ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মতামত