ছবি : মুন টাইমস
সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে গোমনাতী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মো. রইছুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
সমাবেশটি পরিচালনা করেন গোমনাতী ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম। এছাড়া উদ্বোধনী বক্তব্য দেন জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মগনী মুহাম্মদ মাসুদুল আলম দুলাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান সুমন, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল্লাহ রুমেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড কৃষি। আমাদের কৃষকরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে দিনরাত পরিশ্রম করছেন। কিন্তু তারা তাদের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কৃষকদের অধিকার আদায়ে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য স্বল্প সুদে কৃষি ঋণ, শস্য বীমা, প্রতিটি ইউনিয়নে হিমাগার নির্মাণ এবং কৃষি প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে।
কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং কৃষি উপকরণ সহজলভ্য করার আহ্বান জানিয়ে তিনি দলীয় প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেন।
মতামত