সারাদেশ

সীমান্তে মহানন্দা ব্যাটালিয়নের জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সীমান্তে মহানন্দা ব্যাটালিয়নের জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, রাত ১০:৫৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর উদ্যোগে একটি জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিট থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার বাখর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইমাম, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম। তিনি উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। 

তিনি স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের প্রতি আহ্বান জানান যেন তারা সীমান্ত এলাকার শূন্যরেখায় অপ্রয়োজনীয়ভাবে যাতায়াত না করেন এবং স্থানীয় কৃষকদের জমির ফসল নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখেন।

সভায় সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে বিজিবি’র ভূমিকার কথা তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, "বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক।

তিনি আরও জানান, সীমান্তে গবাদিপশু চরানো এবং সন্ধ্যার পরে শূন্যরেখার কাছে যাতায়াতের কারণে আইনশৃঙ্খলার সমস্যা সৃষ্টি হতে পারে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সভায় সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত ১৮ জানুয়ারি কিরণগঞ্জ সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে আম গাছ কাটাকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তবে বিজিবি এবং বিএসএফের যৌথ উদ্যোগে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এছাড়া, তিনি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। 

তিনি বলেন, মাদক এবং চোরাকারবারীদের বিরুদ্ধে স্থানীয় জনগণ তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করলে আইনশৃঙ্খলা রক্ষায় আরও অগ্রগতি সম্ভব হবে।

সভায় শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিজিবি’র সহকারী পরিচালক, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রায় ১০০০-১২০০ জন স্থানীয় বাসিন্দা এই সভায় অংশগ্রহণ করেন। তারা এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে সীমান্তে নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে বিজিবি’র কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।