অপরাধ

ভূঞাপুরে চোলাই মদসহ নারী ব্যবসায়ী আটক

ভূঞাপুরে চোলাই মদসহ নারী ব্যবসায়ী আটক

প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, রাত ১০:৪৬

টাঙ্গাইলের ভূঞাপুরে চোলাই মদ রেখে পালিয়ে যাওয়া এক নারী ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২২ জানুয়ারি) রাতেই উপজেলার মাটিকাটা এলাকা থেকে খালেদা নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ভূঞাপুর উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামের জামে মসজিদের সামনে ৩০ লিটার (১০ প্যাকেট) বাংলা চোলাই মদসহ একটি অটোরিকশা আটক করে স্থানীয়রা। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যান মদ বহনকারী ব্যবসায়ী আনোয়ার হোসেন ও তার স্ত্রী খালেদা।

চিতুলিয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. ইউসুফ জানান, দীর্ঘদিন ধরে আনোয়ার ও তার স্ত্রী খালেদা গোপনে চোলাই মদ বিক্রি করে আসছিলেন। সন্দেহ হলে তিনি তাদের গতিবিধি নজরে রাখেন। বুধবার সকালে মসজিদের সামনে একটি অটোরিকশা দেখতে পেয়ে তিনি সেটি চ্যালেঞ্জ করেন। তখন আনোয়ার ও খালেদা পালিয়ে যান। পরে স্থানীয়রা রিকশাটি আটক করে পুলিশে খবর দেয় এবং উত্তেজিত জনতা রিকশাটি পুড়িয়ে দেয়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে চোলাই মদ উদ্ধার করা হয়। পরে রাতে মাটিকাটা এলাকা থেকে খালেদাকে আটক করা হয়। তার স্বামী আনোয়ার পলাতক রয়েছেন। এ ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত খালেদাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয়রা দাবি করেছেন, এলাকায় আরও কয়েকজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।