ময়মনসিংহ ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী "Tourism Management and Security Issues" বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, ড. মোঃ আশরাফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
প্রশিক্ষণ চলাকালে ডিআইজি ড. আশরাফুর রহমান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে স্ট্রেস ম্যানেজমেন্ট বিষয়ে একটি সেশন পরিচালনা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ রিজিওনের ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোঃ ছাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত রাশিদা বেগম, পিপিএম, যিনি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার (আইএসটিসি), ময়মনসিংহের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার, আইএসটিসি ময়মনসিংহ, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা।
এই প্রশিক্ষণ কোর্সটি ট্যুরিস্ট পুলিশ সদস্যদের পর্যটন ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্ত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
মতামত