সারাদেশ

মোংলায় নানা আয়োজনে "সেন্ট পলস ডে" উদযাপিত

মোংলায় নানা আয়োজনে "সেন্ট পলস ডে" উদযাপিত

প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, রাত ৯:২০

মোংলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট পলস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে "সেন্ট পলস ডে-২০২৫" উদযাপিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয়ের প্রাঙ্গণ।

সকালে বিদ্যালয়ে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ক্যাম্পাস ফিরে পায় এক উৎসবমুখর পরিবেশ। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কোলাহল, নাচ-গান, এবং স্মৃতিচারণে বিদ্যালয়ের আঙিনা ভরে ওঠে প্রাণের উচ্ছ্বাসে। একে অপরের সঙ্গে গল্প, কুশল বিনিময়, এবং দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় আবেগঘন মুহূর্ত তৈরি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী শামিমা আক্তার লাইজু, যিনি দিগরাজ কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, এই মহামিলন মেলায় এসে আমি অত্যন্ত গর্বিত। সেন্ট পলস স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা দেশে-বিদেশে স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে। শৈশব ও কৈশোরের স্মৃতিমাখা এই প্রিয় বিদ্যাপীঠে ফিরে আসার আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

শামিমা আক্তার লাইজু আরও বলেন, নতুন প্রজন্মকে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ত করা জরুরি। আমাদের তরুণরা এভাবেই আন্তর্জাতিক মঞ্চে দেশের সম্মান বয়ে আনতে সক্ষম হবে।

দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণমূলক কর্মসূচি পালন করা হয়। পুরো ক্যাম্পাস এক উচ্ছ্বাসপূর্ণ মিলনমেলায় পরিণত হয়, যা সবার মাঝে আনন্দের বন্যা বইয়ে দেয়।