অপরাধ

দুই আসামীসহ ভারতীয় ইয়াবা ও ট্যাবলেট আটক

দুই আসামীসহ ভারতীয় ইয়াবা ও ট্যাবলেট আটক

প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, রাত ৯:১৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্ত এলাকা থেকে ভারতীয় ইয়াবা ও মাদক ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মহানন্দা ব্যাটালিয়নের একটি বিশেষ অভিযানে ১৫ পিস ভারতীয় ইয়াবা, ৫০০ পিস (Tensiwin) ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি জানায়, মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নির্দেশনায় চকপাড়া বিওপির নায়েক মোঃ এনামুল হকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মোসলেমপুর বাজার রোড সংলগ্ন ব্রিজের পাশে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার পারদিল্লানপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মোঃ মতিউর রহমান (৫০) এবং একই এলাকার মৃত আবু তালেবের ছেলে মোঃ রাজীব আলী (৩৮)।

অভিযানে টহল দল ১৫ পিস ইয়াবা, ৫০০ পিস টেনসিওইন ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন এবং একটি Apache RTR 150cc মোটরসাইকেল জব্দ করে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, মাদকের বিরুদ্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।