সারাদেশ

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত

প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, রাত ৯:১৩

দিনাজপুরের বীরগঞ্জে সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টায় বীরগঞ্জ থানা বিএনপি'র আয়োজনে স্থানীয় শালবন কমিউনিটি সেন্টারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মামুনুর রশিদ চৌধুরী মামুন। 

তিনি বলেন, খুব শীঘ্রই দেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। দলের শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে। বিএনপির কর্মকাণ্ড গতিশীল করতে সবাইকে আন্তরিক থাকতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রহিম প্রধান এবং জেলা বিএনপির সদস্য আক্কাস আলী। এছাড়া যুবদল সভাপতি আসাদুল ইসলাম দুলাল, পৌর বিএনপির সহ-সভাপতি মেহেদি হাসান মেহেদী, শ্রমিক দল নেতা মামুনসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আলী।

বক্তারা দেশমাতা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার বলিষ্ঠ নেতৃত্বে ফিরে আসার জন্য বিশেষ দোয়া করেন।

এ দোয়া মাহফিলে দিনাজপুর-১ আসনের দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিএনপি ও অঙ্গ-সংগঠনের তিন হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।