খেলাধুলা

ডিআইইউতে ইকোনোমিক্স ক্রিকেট লিগ ও ক্লাব ফেস্ট অনুষ্ঠিত

ডিআইইউতে ইকোনোমিক্স ক্রিকেট লিগ ও ক্লাব ফেস্ট অনুষ্ঠিত

প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:৪৭

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ইমারজিং ইকোনোমিস্টস ফোরাম এবং অর্থনীতি বিভাগের উদ্যোগে ইকোনোমিক্স ক্রিকেট লিগ ও ক্লাব ফেস্টের জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) লিগের ফাইনাল ম্যাচে অর্থনীতি ১৮ ব্যাচকে ১৭ রানে হারিয়ে ১২ ব্যাচ শিরোপা জিতেছে।

ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মো. মামুন পারভেজ পাটোয়ারী এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বাবর আহমেদসহ বিভাগের শিক্ষকবৃন্দ।

শিক্ষার্থীরা এই আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, অর্থনীতি বিভাগের সুন্দর এবং জাঁকজমকপূর্ণ একটি লিগ উপভোগ করেছি। গত ১৮ জানুয়ারি শুরু হওয়া এই লিগ আজ ফাইনাল খেলার মধ্য দিয়ে সফলভাবে শেষ হলো। আমরা আশা করছি, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে ক্লাব ফেস্টের মধ্য দিয়ে ইকোনোমিক্স ক্রিকেট লিগ ও ক্লাব ফেস্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।