অপরাধ

কুড়িগ্রামে পলিথিন বিরোধী অভিযানে ৭০ কেজি জব্দ ও জরিমানা

কুড়িগ্রামে পলিথিন বিরোধী অভিযানে ৭০ কেজি জব্দ ও জরিমানা

প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:৩৯

কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শহীদ জিয়া বাজারে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের অভিযোগে একটি দোকানে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।

অভিযানে নির্দেশনা দেওয়া হয় পলিথিনের মজুদ, ক্রয়-বিক্রয় এবং ব্যবহার বন্ধ রাখার জন্য। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পলিথিনের উৎপাদন ও ব্যবহার বন্ধে সরকার কাজ করছে। এ জন্য সবার সচেতনতা প্রয়োজন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।