ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আয়োজনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে অনুষ্ঠিত এই পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম খান, জেলা কমিউনিস্ট পার্টির সেক্রেটারি আসাদুজ্জামান খান, জেলা সদস্য আনোয়ার চৌধুরী, উপজেলা সভাপতি আব্দুল মান্নান, সেক্রেটারি মুকবুল হোসেন, সহ-সভাপতি ডাঃ কুদ্দুস প্রমুখ।
এসময় উপজেলা কমিউনিস্ট পার্টির নেতা-কর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের অধিকার নিয়ে আলোচনা করেন। পথসভা শেষে তারা সরকারের প্রতি বিভিন্ন দাবি জানান।
মতামত