শিক্ষাঙ্গন

ইবি বাসে শিক্ষার্থীদের ভাঙচুর, সমন্বয়কদের ওপর হামলা

ইবি বাসে শিক্ষার্থীদের ভাঙচুর, সমন্বয়কদের ওপর হামলা

প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:১২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সঙ্গে এসবি পরিবহনের একটি বাসের সুপারভাইজারের খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছে। এর পরিণতিতে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বাস আটকিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। 

বুধবার রাত ১২টায় এই ঘটনা ঘটে এবং এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলা হয়।

জানা যায়, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের ১৩ জন শিক্ষার্থী কুষ্টিয়া শহরের কাউন্টার থেকে কথা বলে এসবি পরিবহনের বাসে ওঠে। এরপর কাউন্টারে কথা না বলে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আরও ১৫ জন শিক্ষার্থী বাসে ওঠে। বাসের সুপারভাইজার ওই শিক্ষার্থীদের নামতে বললে বাকবিতণ্ডা শুরু হয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বন্ধুদের ডেকে বাসটি প্রধান ফটকের সামনে আটকায়।

এ সময়, মার্কেটিং বিভাগের মোস্তাফিজুর রহমান পায়ে আঘাত পান। তাঁকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। মোস্তাফিজের বন্ধুদের দাবি, বাস আটকানোর সময় অজ্ঞাত এক ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে তার পা কেটে গেছে, তবে প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের গ্লাসে লাথি দেওয়ার কারণে পা কেটে গেছে।

এ ঘটনায় বাস ভাঙচুরের চেষ্টা হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রতিবাদ করলে ভাঙচুরকারীরা তাদের উপর চড়াও হন। দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়, তবে প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে রাত দেড়টায় বাসটি ছেড়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। কারা এই ভাঙচুর করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ জানান, আমরা যখন ভাঙচুরে বাধা দিই, তখন তারা আমাদের ওপর চড়াও হয়। পরে নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি শান্ত করেন।