সারাদেশ

রাজারহাটে বিএনপি'র আহ্বায়ক পদে আলোচনার শীর্ষে নজরুল ইসলাম

রাজারহাটে বিএনপি'র আহ্বায়ক পদে আলোচনার শীর্ষে নজরুল ইসলাম

প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:১০

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপি'র বিলুপ্ত কমিটির পর নতুন কমিটি গঠনের ঘোষণা আসতে পারে যেকোনো সময়। এই খবরে উপজেলার রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। সম্ভাব্য পদপ্রত্যাশীরা তদবির শুরু করলেও আলোচনার কেন্দ্রে রয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম।

দলীয় নেতাকর্মীদের বিশ্বাস, নজরুল ইসলামের মতো একজন সৎ ও যোগ্য রাজনীতিবিদই রাজারহাট উপজেলা বিএনপি'কে সঠিক নেতৃত্ব দিতে পারেন। রাজনৈতিক জীবনে সততা ও আদর্শ ধরে রাখা এই নেতা তার কর্মকাণ্ডের মাধ্যমে নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন। টেন্ডারবাজি, মাদক বা অন্য কোনো অপকর্মে নিজেকে জড়াননি তিনি; বরং সবসময় এসবের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন।

নিজেকে আহ্বায়ক পদের জন্য প্রস্তুত দাবি করে নজরুল ইসলাম বলেন, ছাত্রজীবন থেকেই আমি বিএনপির আদর্শে কাজ করেছি। দুঃসময়ে দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছি। দলের সুদিনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় করে বিএনপির রাজনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করব।

দলের কর্মসূচিতে সক্রিয় থাকার কারণে স্বৈরাচার সরকারের নানা হয়রানির শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তবে তার বিশ্বাস, দলের হাইকমান্ড এবার ‘ক্লিন ইমেজ’ নেতৃত্বের বিষয়টি গুরুত্ব দেবে এবং তার যোগ্যতার যথাযথ মূল্যায়ন করবে।

রাজারহাট উপজেলার তৃণমূল নেতাকর্মীরা জানান, নজরুল ইসলাম প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার সাহসিকতা ও নেতৃত্বের গুণাবলি প্রমাণ করেছেন। তারা আশাবাদী যে, হাইকমান্ডের সিদ্ধান্তে এবার ত্যাগী এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।