সারাদেশ

কাউনিয়ায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে ইত্তিফাকুল উলামার কম্বল বিতরণ

কাউনিয়ায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে ইত্তিফাকুল উলামার কম্বল বিতরণ

প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:০৭

রংপুরের কাউনিয়ায় শীতার্ত মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইত্তিফাকুল উলামা লি ইসলাহিল উম্মাহ কাউনিয়া। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে শহীদবাগ ইউনিয়নের মাদানিয়া ক্বওমি মাদ্রাসার মাঠে প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ইত্তিফাকুল উলামার কাউনিয়া শাখার সভাপতি মুফতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ মো. আব্দুল্লাহ আল-হারুন। এছাড়া ইমামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ সেকেন্দার আলী বিএসসি, শহীদবাগ ইউনিয়ন কমিটির সভাপতি মাওলানা রুহুল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ মাওলানা নুরুজ্জামান প্রমুখ এ মহতী উদ্যোগে অংশ নেন।

প্রায় শতাধিক শীতার্ত মানুষ এই উদ্যোগের মাধ্যমে শীত নিবারণের সহায়তা পেয়েছেন। স্থানীয়রা এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।