সারাদেশ

সিরাজগঞ্জে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

সিরাজগঞ্জে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:০৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।

মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের উদ্যোগে এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের তত্ত্বাবধানে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মিলন ইসলাম খাঁন, কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুল আজিজ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুর রহমান, ধানবান্ধি এলাকার সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা তারেক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এ.বি.এস শিবলী সাদিক, উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক তোফায়েল আহমেদ তমাল, সাবেক কমিশনার হারুনর রশীদ, বিএনপি নেতা মো. রানা সরকার এবং স্থানীয় নেতা এরশাদুর রহমান এরশাদ।

এছাড়া অনুষ্ঠানে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরাও অংশগ্রহণ করেন।

এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের প্রয়োজনীয়তা এবং সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। অতিথিরা বলেন, রক্তের গ্রুপ জানার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে রক্তদান কার্যক্রমে অংশ নিতে উদ্বুদ্ধ হবে।