সারাদেশ

আন্তর্জাতিক শিক্ষা দিবস উদযাপনে লংগদুতে র‌্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক শিক্ষা দিবস উদযাপনে লংগদুতে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, বিকাল ৩:২৩

রাঙামাটির লংগদু উপজেলায় এল ভি এম এফ ও ইয়ুথ গ্রুপের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৫’ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় লংগদু উপজেলা হর্টিকালচার হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন লংগদু জামায়াতের আমির মাওলানা নাছির উদ্দিন, লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের প্রভাষক মুছা তালুকদার, এবং লংগদু উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

প্রধান অতিথি কফিল উদ্দিন মাহমুদ বলেন, মানুষকে পরিবর্তনের শক্তি হিসেবে শিক্ষাকে কাজে লাগাতে হবে। তরুণদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধিতে আরও বেশি উদ্যোগ নিতে হবে। ইউএনডিপির বিভিন্ন উদ্যোগ তরুণদের ফ্রিল্যান্সিং দক্ষতা অর্জন ও অর্থ উপার্জনে সহায়তা করছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামীর বাংলাদেশকে আরও সমৃদ্ধ করে তোলার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন এল ভি এম এফ কমিটির সভাপতি বিক্রম বলি চাকমা এবং সঞ্চালনা করেন ইয়ুথ গ্রুপের সভাপতি নাইম। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) ও সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে শিক্ষার প্রসারে তরুণ প্রজন্মের মধ্যে দক্ষতা বৃদ্ধি, সুশাসন, দারিদ্র্য বিমোচন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।