কুড়িগ্রাম সদরে শিশু সুরক্ষা ও অধিকার সচেতনতা বৃদ্ধি করতে স্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী ও বেসরকারি খাতের অংশীদারদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় কাঁঠালবাড়ি বাজারের পাশে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের "স্ট্রেনদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ" (এসএসবিসি) প্রকল্পের আয়োজনে এবং ইউনিসেফের অর্থায়নে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কাঁঠালবাড়ি বাজার ব্যবসায়ী সাধারণ সদস্য মকবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য ও বাজার ব্যবসায়ী উপদেষ্টা কমিটির সদস্য আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার কমিটির সদস্য ডাঃ মাসুদ রানা মিলন (ডি.এম.এফ ঢাকা) এবং কাঁঠালবাড়ি কেন্দ্রীয় বাজার মসজিদের মুয়াজ্জিন হাফেজ আখিরুজ্জামান।
এছাড়া বক্তব্য রাখেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফ্যাসিলিটেটর বাবুল ও খোরশেদুল ইসলাম।
বক্তারা শিশু সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ রোধে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের আহ্বান জানান।
মতামত