টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াঁজান ইউনিয়নের চকচকিয়া শ্রীপুর এলাকায় একটি লেবু বাগান থেকে আব্দুল সালাম (৫০) নামে এক মুদি ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে স্থানীয়রা বাড়ির পাশের লেবু বাগানে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুল সালাম ওই ইউনিয়নের আমির আলীর ছেলে।
স্বজনরা জানান, নিহত সালাম শ্রীপুর বাজারের একজন মুদি ব্যবসায়ী ছিলেন। বুধবার রাতে দোকান বন্ধ পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। দীর্ঘ খোঁজাখুঁজির পর লেবু বাগানের ভেতরে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
মতামত